সিটি করপোরেশন নির্বাচন
নিরাপত্তায় র্যাবের ৫ হাজার সদস্য
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে।
রাজধানীর উত্তরায় এই বাহিনীর সদর দফতরে রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি জানান, নির্বাচনের দিন র্যাবের ১৩৪টি মোটরসাইকেল টহল দল মাঠে থাকবে।
র্যাব মহাপরিচালক বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। সে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে দুটি টহল টিম, একজন কর্মকর্তা, দুটি মোটরসাইকেল টহল দল, গোয়েন্দা নজরদারি ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে।
এ ছাড়া একটি করে মনিটরিং সেন্টার থাকবে। সদর দফতর থেকেও মনিটরিং করা হবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই