নাসার রকেট বিস্ফোরিত
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি কারগো রকেট বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে মহাকাশ স্টেশনে উৎক্ষেপনের মাত্র ছয় সেকেন্ড পরে এটি বিস্ফোরিত হয়। রকেটটির নাম প্রকাশ করেনি নাসা।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানিয়েছে মহাকাশ সংস্থাটি।
ভার্জিনিয়ার ওয়ালপ্স দ্বীপের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রটেকটি মহাকাশে পাঠানো হচ্ছিল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ব্যর্থতায় তা বিস্ফোরিত হয় বলে অভিযোগ করেছে নাসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
এদিকে কেন রকেটটি বিস্ফোরিত হয়েছে, তা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সংস্থাটি। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।
রকেটটি বিস্ফোরিত হওয়ার পর আকাশে সূর্যাস্তের মতো লালচে কুণ্ডলীর সৃষ্টি হয়।
নাসার মুখোপাত্র রব ন্যাভিয়াস জানিয়েছেন, মহাকাশে পাঠানো এই রকেটে ক্রু ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটার কথা নয়।
২০১৬ সালের মধ্যে মহাকাশ স্টেশনে রসদবাহী নাসার আটটি রকেট পাঠানোর কথা রয়েছে। বিস্ফোরিত রকেটটি ছিল এই ধারাবাহিকতার চার নম্বর রটেক।
উল্লেখ্য, আটটি রকেট পাঠাতে নাসার ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।
তথ্যসূত্র : ফক্স নিউজ অনলাইন।
মন্তব্য চালু নেই