‘নাশকতার পেছনের মাস্টারমাইন্ডদের গ্রেফতার করা হবে’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘নাশকতা সৃষ্টির পেছনে যারা মাস্টারমাইন্ড রয়েছে, তাদের গ্রেফতার করা হবে।’

বুধবার দুপুর পৌনে ২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতর পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় র‌্যাব সদর দফতরে আসেন আইজিপি। এ সময় তিনি র‌্যাব সদর দফতর পরিদর্শন ও চলমান নাশকতা নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

আইজিপি বলেন, ‘নাশকতা সৃষ্টির পেছনে যারা মাস্টারমাইন্ড রয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যারা নির্দেশ দিয়েছে তাদের চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, পেট্রোল বোমা মারছে, ককটেল মারছে এবং আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করছে, এদের বিরুদ্ধে পুলিশ-র‌্যাব কাজ করছে । এ কাজকে আরো তরান্বিত করা হবে। যারা হরতাল অবরোধ করবে, যারা মানুষ মারবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে, ফুল কমিটমেন্ট নিয়ে কাজ করে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকল সংস্থার সঙ্গে সমন্বয় রেখে, জনগণের সঙ্গে এবং বিভিন্ন পেশাদার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, সুসম্পর্ক রেখে কাজ করে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

নিরীহ মানুষদের গুলি করার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আত্মরক্ষার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। র‌্যাব-পুলিশ কোনো অভিযানে গেলে বা সন্ত্রাসীদের ধরতে গেলে তারা যদি আক্রমণ করে, তাহলে নিজেদের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি পদে পদে জবাবদিহি রয়েছে। তারা যদি কোনো অপরাধ করে, তাহলে সেটিও তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’

হিযবুত তাহরীর বাংলাদেশকে হুমকি দিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হিযবুত তাহরীর বাংলাদেশকে হুমকি দিয়েছে, এমন খবর আমাদের কাছে নেই। তা ছাড়া আমরা সতর্ক আছি।’

বিএনপি চেয়ারপারসনকে আসামি করা মামলায় গ্রেফতারের ব্যাপারে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য-প্রমাণ ছাড়া কোনো কিছুই করা হবে না। তদন্ত অফিস কাজ করছে।’

সম্প্রতি গুলশানে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলার ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনার তদন্ত অফিস থাকে। তদন্ত অফিস তদন্ত করছে। তদন্তে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য-প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।’



মন্তব্য চালু নেই