নারী এমপিকে গুঁতো, ক্ষমা চাইলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে নারী এমপির সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি রুথ এলেনের অভিযোগ, হাউস অব কমন্সে তার বুকে কনুই দিয়ে গুঁতো দেয়া হয়েছে। ট্রুডো এব্যাপারে রুথ এলেনের কাছে ক্ষমা চেয়েছেন।

ঘটনার সময় পার্লামেন্টের নিম্নকক্ষে চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যু সংক্রান্ত একটি বিল নিয়ে বিতর্ক চলছিল। গুঁতো দেয়ার পর নিউ ডেমোক্রেটিক দলের নেতা টম মুলকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে জাস্টিন ট্রুডোর। ভিডিও ফুটেজে দেখা গেছে, টম মুলক জাস্টিন ট্রুডোকে বলছেন, কোন প্রকৃতির মানুষ একজন নারীকে কনুই দিয়ে গুঁতো দিতে পারে? আপনি মানুষ হিসেবে হীন।



মন্তব্য চালু নেই