নাটক দেখায় জনসম্মুক্ষে ১০ কর্মকর্তাকে ‘ফাঁসি’

টিভিতে নাটক দেখায় ১০ জ্যেষ্ঠ কর্মকর্তাকে জনসম্মুক্ষে ‘ফাঁসি’ দিয়েছে উত্তর কোরিয়া সরকার। উত্তর কোরীয় নেতা কিম জং উনের নিজের দল ওয়ার্কাস পার্টির কর্মী ছিলেন এ কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএস) মতে, দক্ষিণ কোরিয়ার নির্মিত টিভি সিরিয়াল দেখার দায়ে জনসম্মুক্ষে কিমের পার্টির ১০ জনকে মৃত্যদ- কার্যকর করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ঘুষ, নারীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। তারা কুকুর লেলিয়ে দিয়ে মৃত্যুদ- কার্যকর করা কিমের ফুফা জ্যাং সং থেকের ঘনিষ্ঠ ছিল বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইনহ্যাপ জানিয়েছে।

দেশটির মিডিয়ার ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। ইন্টারনেটের প্রবেশও সীমিত। বিদেশেী সিনেমা দেখাও নিষিদ্ধ।

চলতি বছর অন্তত ৫০ জনকে জনসম্মুক্ষে মৃত্যুদ- কার্যকর করেছে দেশটি। তাদের বেশিরভাগকে দক্ষিণ কোরিয়ার চর হিসেবে অভিযোগ এনে মৃত্যুদ- দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র টানাপোড়েন চলছে দেশটির। এ দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই