নাইজেরিয়ার নির্বাচনে এগিয়ে বুহারি

নাইজেরিয়ার সাধারণ নির্বাচনের ভোট গণনায় প্রেসিডেন্ট গুডলাক জনাথনের চাইতে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ৭২ বছর বয়সী সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি।

নাইজেরিয়ার স্বাধীন নির্বাচন কমিশন সংক্ষেপে আইএনইসি সোমবার রাতে ভোট গণনা স্থগিত রেখেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে পুনরায় ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন এ পর্যন্ত বিশ লাখের বেশি ভোট গণনার কাজ শেষ করেছে। এতে দেখা যায়, বিরোধী দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস(এপিসি) দলের নেতা বুহারি প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন। তিনি এগিয়ে রয়েছেন ওয়াও, কোগি, কাওয়ারা, কাতসিনা, কাদুনা, ওসুন, কানো, জিগাওয়া এবং ওন্দো রাজ্যগুলোতে।

অন্যদিকে নাসওয়ারা, ইকিতি, ইনুগু, আবিয়া, ইমো, আকওয়া, ইবম. প্লাতু এবং আনামব্রা রাজ্রগুলোতে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট জোনাথন।

তবে এ নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে জাতীয় পর্যায়ে মোট ভোটের কমপক্ষে ৫০ ভাগ এবং রাজ্যগুলোতে কমপক্ষে ২৫ ভাগ ভোট পেতে হবে।

শনি ও রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৬ কোটি ভোটার অংশ নিয়েছেন।



মন্তব্য চালু নেই