নরেন্দ্র মোদি বিদেশ সফরে কেন এত আগ্রহী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন বৃহস্পতিবার।

মিঃ মোদির এই সফরের বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে তাঁর ওয়েম্বলি স্টেডিয়ামের জনসভাকে – যেখানে বিপুল আতসবাজির প্রদর্শনী ও মিঃ ক্যামেরনের উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদির জন্য প্রায় রকস্টারের মতো অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী হবার পর থেকে এটি নিয়ে মিঃ মোদি ২৮টি দেশ সফর করলেন।

মিঃ মোদি বলছেন বিভিন্ন দেশের সঙ্গে সেতুবন্ধনের জন্য এসব সফর জরুরি।

ভারতে মধ্যবিত্ত সমাজ বিশাল ও সম্প্রসারিত হচ্ছে। ২০২০ সালের মধ্যে বিশ্বের মধ্যবিত্ত জনগোষ্ঠির অধিকাংশেরই আবাসস্থল হবে ভারত। আর তারা হবে বিশাল একটা ক্রয়শক্তি।বিবিসিবাংলা



মন্তব্য চালু নেই