নবীর (সা.) শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক : বললেন হিন্দু গভর্নর

ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ভারতের গোয়া প্রদেশের গভর্নর মৃদুলা সিনহা। তিনি বলেছেন, বিপথগামীরা যখন মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টির চেষ্টা করছে তখনও তার সেই শিক্ষার চিরস্থায়ী মূল্য রয়েছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোয়ার মুসলিমদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। বিপথগামী ও প্রতিক্রিয়াশীল শক্তি মানুষের মধ্যে বিভ্রান্তি, অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করলেও বর্তমান সময়েও নবীর (সা.) শিক্ষার শাশ্বত মান রয়েছে।

গভর্নর মৃদুলা সিনহা বলেছেন, মানুষের মাঝে সৃষ্টিকর্তা ও ভ্রাতৃত্বের যে ঐক্য রয়েছে; তা ইসলামের দুটি মৌলিক নীতি। আমাদের দেশে বিশ্বের সব ধর্মের প্রতিনিধিত্ব রয়েছে। তাদের গর্বের জায়গা রয়েছে। ভারতে বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছে। তারা সহিষ্ণুতা, সমঝোতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করে।



মন্তব্য চালু নেই