নতুন যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল-ফিলিস্তিন

ইসরায়েল ফিলিস্তিন আগামি ৭২ ঘণ্টার জন্যে একটি নিঃশর্ত মানবতাবাদি যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে। এই যুদ্ধবিরতি গাজার স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা থেকে কার্যকর হবে।

একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্যে মিশরের রাজধানী কায়রোতে দুই দেশ একটি আলোচনায় বসতে পারে এমন আভাসও মিলেছে।

যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়পক্ষকেই যুদ্ধবিরতি শুরু হওয়ার পূর্বেই সংবরিত আচরণ অবলম্বন করার অনুরোধ করেছে।

যুদ্ধবিরতি চলাকালে প্রয়োজনীয় সানবিক সাহায্য দেয়া হবে যুদ্ধদুর্গতদের।

বিলম্বিত স্থায়ী যুদ্ধবিরতির পথে সত্যিকার অর্থেই ইসরায়েল ফিলিস্তিন হাঁটতে থাকলে সেটিকে দারুণ আশার কথা বলে উল্লেখ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। কিন্তু এরই মধ্যে ৮ জুলাই থেকে শুরু করে ৩১ জুলাই রাত অবধি মৃত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪২০ এ পৌঁছে গেছে।

এ বিপুল সংখ্যার সিংহভাগ ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষ।

অপরদিকে মৃত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৬১। এছাড়া ২ ইসরায়েলি নিরস্ত্র নাগরিক নিহত হয়েছেন এবং তালিকায় আরও রয়েছেন ইসরায়েলে বসবাসরত এক থাই নাগরিক।



মন্তব্য চালু নেই