নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

মার্কিন বিমান বাহিনী শনিবার ‘মিনিটম্যান-৩’ নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্যালিফোর্নিয়ার উৎক্ষেপণ কেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার জন্য এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি লস আঞ্জেলেসের ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ছোড়া হয়। তবে কিছু কাগিরগরি ঝামেলার কারণে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণে একটু দেরি হয়। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপ। এ দ্বীপটি ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ৪,২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে নিয়মিতভাবে মার্কিন বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে। নতুন পরীক্ষার মাধ্যমে মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্র আরো বেশি নিখুঁত হয়ে উঠবে বলে আশা করছেন মার্কিন বিমান বাহিনীর ৩০তম স্পেস উইং কমান্ডার কর্নেল জে. ক্রিস্টোফার মস। মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১৩,০০০ কিলোমিটার।



মন্তব্য চালু নেই