নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে হবে এসএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সম্পন্ন হবে।

পরীক্ষা ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সবার কাছে আনন্দদায়ক ও উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষা কেন্দ্রে তিনিই যেতে পারবেন, কেন্দ্রসচিব যাকে অনুমতি দেবেন।

তিনি বলেন, এবার দুই একটি বিষয় ছাড়া সব বিষয়ে সৃজন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত আসছে…



মন্তব্য চালু নেই