ধ্বংসস্তুপ থেকে ৬০ ঘন্টা পর জীবিত উদ্ধার

চীনে ভূমিধসের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে । বুধবার ভোরে শেনঝেন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রোববার শেনঝেনের একটি শিল্প পার্কে নির্মাণবর্জ্য স্তুপধসে প্রায় ৯১ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন কয়েক শ উদ্ধারকর্মী। ঘটনার পরপর বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও এখন পর্যন্ত ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

শেনঝেন জরুরি বিভাগের কর্মকর্তা রাও লিয়াংঝোং জানিয়েছেন, তিয়ান জেমিং নামের ওই ব্যক্তিকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিয়ান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের বাসিন্দা।

চিকিৎসক ড. ওয়াং ইয়িগুও শেনঝেনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জীবিত উদ্ধারকৃত ওই ব্যক্তির গলার আওয়াজ এবং নাড়ি খুবই দুর্বল ছিল। তাকে আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিয়ানকে উদ্ধারের সময় সে উদ্ধারকর্মীদের জানিয়েছে , তার কাছাকাছি আরো একজন মাটি চাপা পড়েছে। পরে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের নিচে তল্লাশি চালান। তবে আটকে পড়া অপর ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই