ধানের শীষের বিপক্ষে কাজ করায় ৪ নেতাকে শোকজ
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে কাজ করার অভিযোগে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের শোকজ করে জেলা বিএনপি। রাতেই পাবনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি নেতাদের কাছে পাঠানো হয়।
নোটিশপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সহ-সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও ছাত্র বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস সুমন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা জানান, ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাদের শোকজ নোটিশ দেয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই