ধর্ষণে প্ররোচিত করে জিন্স প্যান্ট

ভারতের হরিয়ানা প্রদেশে স্কুল ও কলেজ ছাত্রীদের জন্য আলাদা ড্রেস কোডসহ চার দফা দাবি জানিয়েছেন হিন্দু মহাসভা। একই সঙ্গে সংগঠনটি ছাত্রীদের জন্য জিন্স প্যান্ট নিষিদ্ধের দাবিও জানিয়েছে।

সোমবার হরিয়ানার অখিল ভারত হিন্দু মহাসভার (এবিএইচএম) ভাইস প্রেসিডেন্ট ধর্মপাল সিয়াচ সাংবাদিকদের এ কথা বলেন।

ধর্মপাল বলেন, ‘অশালীন পোশাক ধর্ষণে প্ররোচিত করে। সমাজে অশ্লীলতা কমাতে স্কুলছাত্রীদের একটি ড্রেসকোড থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ছাত্রীদের শরীর ঢেকে রাখা উচিৎ। তাদের অভদ্রোচিত হওয়া উচিৎ নয়। একই সঙ্গে মেয়েদের টাইট জিন্স প্যান্ট ও টপস পরিধান নিষিদ্ধ করা উচিৎ।’

হিন্দু মহাসভার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ছাত্রীদের অবশ্যই দোপাট্টা (ওড়না) পরতে হবে, মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং সাইকেল চালানোর সময় তাদের মুখ ঢেকে রাখা যাবে না।



মন্তব্য চালু নেই