ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

নারী নির্যাতন বিষয়ক, বিশেষ করে ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। নারী নির্যাতন ও সমাজিক অনাচারের বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হউক এই স্লেগানকে সামনে রেখে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়শা খানম।



মন্তব্য চালু নেই