ফরমালিন পরীক্ষার মেশিন পরীক্ষার নির্দেশ

ফরমালিন পরীক্ষার জন্য যেসকল মেশিন স্থাপন করা হয়েছে সেগুলো সঠিক কিনা তা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ স্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরিকে আগামী একমাসের মধ্যে এ মেশিনগুলো পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে এক আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেটে মনজিল মোরসেদ।

বাংলাদেশ ফ্রেশ ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দন দাস আবেদনটি করেন।

উল্লেখ্য, বিভিন্ন পরীক্ষা, অভিযান এবং সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে গত কয়েক বছরে দেশে ফলমূল এবং খাবারে ফরমালিন ব্যবহারের যে চিত্র উঠে এসেছে তা নজিরবিহীন। ব্যবসার নামে মানুষের জীবন কেড়ে নেয়ার মতো কাজ করতে অসৎ ব্যবসায়ীরো কোনো দ্বিধা করছে না। এক সময় যেখানে চিকিৎসকরা অসুস্থ বৃদ্ধ বা শিশুদের তাজা ফলমূল খাওয়ানোর পরামর্শ দিতেন, এখন ফরমালিনের ভয়ে ফলমূল এড়িয়ে চলার মতো পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন।

অপরদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, যে মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে তা সঠিক নয়।



মন্তব্য চালু নেই