‘দয়া করে একটু পানি দেন-বুকটা শুকিয়ে গেল’ দেখুন হতভাগ্য রোহিঙ্গা ও বাংলাদেশীদের কিছু করুন ছবি
দু’মুঠো ভাত ও সংসারের স্বচ্ছলতার আশায়, আবার কেউবা বার্মার উগ্রবাদীদের হামলার ভয়ে স্বদেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমিয়েছিল অকুল দরিয়ায়!
আজো তাদের কোন ঠাঁই হয়নি কোথাও। ইন্দোনেশিয়া ফেরৎ দিচ্ছে সমূদ্র থেকে, মালয়েশিয়াও ফেরৎ দিচ্ছে, আবার নিজেদের স্বদেশ বার্মায় ফিরলেও নিহত হতে পারে।
খেতে না পেয়ে কঙ্কালসার এ মানুষগুলো আমার-আপনার দিকেই তাকিয়ে আছে! এখানে যে শুধু বার্মার রোহিঙ্গারা আছে তা না, অনেক বাংলাদেশীও আছে। শুধুই কি দালালেরা এ জন্য দায়ী?
সমাজ, রাষ্ট্রের কি কোন দায় নেই? বিশ্বের কি কোন দায় নেই? সৃষ্টির সেরা এই মানব সন্তানরা কি খুঁজে পাবে কোনদিন তাদের ঠাঁই নাকি অকুল দরিয়ায় এক সময় সলীল সমাধিই তাদের ভাগ্য?
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য আন্দামান সাগরে হতভাগ্য রোহিঙ্গা ও বাংলাদেশীদের কিছু করুন ছবি নিচে দেওয়া হলো :
মন্তব্য চালু নেই