দেড়শ বছরের অমীমাংসিত অংক সমাধা করলেন এক নাইজেরিয়ান

দেড়শ বছরের বেশি সময় ধরে অমীমাংসিত একটি অংক সমাধান করে এক মিলিয়ন ডলার জিতলেন নাইজেরিয়ান অধ্যাপক ড. ওপেয়েমি এনোচ। ১৫৬ বছর ধরে এই অংক সমাধান করতে পারেননি বিশ্বের কোনো গণিতবিদ।

নাইজেরিয়ার ফেডারেল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের হাত ধরেই সমাধা হলো শতাব্দীর অমীমাংসিত ৭টি অংকের একটি। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নাড রিয়েমিন সর্বপ্রথম এই সমাধানের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ম্যাথমেটিকস এন্ড কম্পিউটার সাইন্স এ এনোচ এই অংক সমাধানের বিষয়টি ঘোষণা করেন।

ফেডারেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রিয়েমেনের প্রস্তাবের বিষয়টি প্রথমে অনুসন্ধান ও পরে প্রতিষ্ঠা করতে সক্ষম হন ড. এনোচ। এর আগে গণিতবিদরা যেসব ভুল করেছেন সেসব ভুলেরও একটি সমাধান বের করেন তিনি।

এর আগেও সমুদ্র ও বজ্রপাতের শব্দ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব সে বিষয়ে গবেষণা করেছেন ড. এনোচ।

মাসাচুয়েটসভিত্তিক গণিত সংস্থা ‘ক্লে ম্যাথমেটিকাল ইনস্টিটিউট’ শতাব্দীর সাতটি অমীমাংসিত অংক ঠিক করে থাকে। এগুলোকে বলা হয় মোস্ট ডিফিকাল্ট টু সলভ।

সংস্থাটি জানায়, সবার মাঝে গণিত বিষয় আগ্রহ ও জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যেই কাজ করছে তারা।

ছবি: দ্য টেলিগ্রাফ



মন্তব্য চালু নেই