দুই পক্ষের সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসারসহ আহত ৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি করে।

সকাল ১০টার দিকে কেন্দ্রে গোলযোগের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আহত সহকারী প্রিজাইডিং অফিসার মো. মজিবুর রহমানকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সকাল সোয়া ১০টার দিকে জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটমোটি শান্তিপূর্ণভাবে কিশোরগঞ্জের ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের ৪০০ কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এসব ইউনিয়নের ২২২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



মন্তব্য চালু নেই