দুই জাপানিকে জিম্মি আইএসের

দুই জাপানি জিম্মিকে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করে ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে ৭২ ঘন্টার মধ্যে মুক্তিপণ হিসেবে জাপান সরকারের কাছে ২০ কোটি ডলার দাবি করা হয়েছে।

ভিডিওতে কালো পোশাকে ছুরি হাতে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার দুই পাশে কমলা রঙের পোশাক পরে হাঁটু গেড়ে বসে রয়েছে দুই জাপানি নাগরিক।

গত বছর আগস্টে গোতো জোগো নামের এক সাংবাদিক ও হারুনা ইয়োকাওয়া নামের এক সেনা কর্মকর্তাকে সিরিয়া থেকে অপহরণ করা হয়েছিল।ভিডিওতে এদের দুজনকেই দেখানো হয়েছে।
ভিডিওতে কালো পোশাক পরা ওই ব্যক্তি ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়ার জন্য জাপান সরকারের সমালোচনা করে।
সে জানায়, ৭২ ঘন্টার মধ্যে জাপান সরকার ২০ কোটি ডলার মুক্তিপণ না দিলে দুই নাগরিককে হত্যা করা হবে।

ভিডিওটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
এদিকে ইসরাইলে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এ হুমকি মেনে নেয়া যায় না মন্তব্য করে জিম্মিদেরকে বাঁচানোর অঙ্গীকার করেছেন । ধারণা করা হচ্ছে পরিস্থিতি পর্যালোচনার জন্য তিনি ইসরাইল সফর সংক্ষিপ্ত করে জাপান ফিরে যাবেন।



মন্তব্য চালু নেই