দিল্লির আদালতে বন্দুকধারীদের হামলা, নিহত ১

দিল্লির কারকারডোমা আদালত ভবনের এজলাস কক্ষে ঢুকে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। তাদের এলোপাথারি গুলিতে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।প্রাথমিকভাবে তিনজন আহত হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টবলের শরীরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি লাগে বলে জানা যায়।

জানা যায়, নিরাপত্তার ফাঁক গলে স্থানীয় সময় সকাল ১১টার দিকে কয়েক ব্যক্তি বন্দুক হাতে আদালত কক্ষে ঢুকে পরে এবং গুলি চালাতে শুরু করে। প্রায় দশ রাউন্ড গুলি ছোড়ে বলে এনডিটিভির খবরে বলা হয়।

এর ফলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মানুষ জন ছুটাছুটি শুরু করে দেয়।এর সঙ্গে জঙ্গিদের কোনো রকম সংশ্লিষ্টতা আছে কি না তাও পরিষ্কার নয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।হামলার পর ভবনের সিঁড়িতে একটি পিস্তল পড়ে থাকতে দেখা যায়।পুলিশ এটি আলামত হিসাবে সংগ্রহ করেছে। হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার কারণ বা কারা এই হামলা চালায় সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই