দিল্লিতে ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩শ

ভারতের রাজধানী দিল্লিতে গত পাঁচ দিনে ১ হাজার ৩শ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ বছর মোট ১২ হাজার ২০ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

পৌর প্রশাসন কর্মকর্তারা সরকারিভাবে জানিয়েছেন ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে জানা গেছে এ সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

সেপ্টেম্বরেই ৬ হাজার ৭শ ৭৫ টি নতুন কেস অন্তর্ভূক্ত হয়েছে। যা বিগত ছয় বছরের তুলনায় অনেক বেশি। তবে এ মাসের শুরুতে ডেঙ্গুতে আক্রান্তের নতুন কোন রিপোর্ট পাওয়া যায়নি।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লির দক্ষিণাঞ্চলে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৫শ ৭৮ জন। এছাড়া দিল্লির উত্তরাঞ্চলে ২ হাজার ৫শ ৬১ জন এবং দিল্লির পূর্বাঞ্চলে ১ হাজার ৫শ ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

এছাড়া শহরের সবগুলো পৌর এলাকার মধ্যে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় নাজাফগর এলাকায় সবচেয়ে বেশি কেস অর্ন্তভূক্ত হয়েছে। সেখানে ৮শ ৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া দিল্লির বাইরে থেকে এ রোগে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮শ ২৯ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। যা ১৯৯৬ সালের পর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।



মন্তব্য চালু নেই