দাউদ ইব্রাহিম মারা যাচ্ছেন পাকিস্তানেই?

সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করাচির এরিয়া-৫ ডিফেন্স হাউজিং অঞ্চলের কড়া নিরাপত্তায় ঘেরা বাংলোয় অসুস্থ হয়ে আছেন। আর তার চিকিৎসাও ঠিকমতো করাচ্ছে না পাকিস্তানি কর্তৃপক্ষ। কারণ তিনি এখন পাকিস্তানের গলার কাঁটার মতোই। ভারতের গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, দাউদ ইব্রাহিম পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছেন- তার মৃত্যু হলে দেহ যেন ভারতেই পাঠানো হয়। পাকিস্তানের পক্ষে বিষয়টি সমস্যারও। কারণ সেক্ষেত্রে পাকিস্তান দাউদকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করতে পারবে না।

এদিকে জানা যায়, আবুধাবী সরকার দাউদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে পারে। এমনটা করলে সে দেশের সব সম্পদ দাউদের হাতছাড়া হবে। এটিও এই মাফিয়া ডনের ওপর পাকিস্তানের আগ্রহ কমে যাওয়ার আরেকটি কারণ। আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন আগে দাউদের কাছে প্রচুর অর্থ পেত। কিন্তু তার অর্থসাম্রাজ্রে টান পড়লে আগের মতো অর্থ আর পায় না তারা। তাছাড়া জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে ‘নিষিদ্ধ’ ঘোষণার পর পাকিস্তানের বিড়ম্বনা যেন আরো বেড়েছে।



মন্তব্য চালু নেই