দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত

দক্ষিণ কোরিয়ার সংসদে অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হে কে বরখাস্ত করেছে দেশটির আদালত। তিনিই গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট মেয়াদ শেষের আগেই যাকে ক্ষমতাচ্যুত করা হলো।
দুর্নীতির অভিযোগ ওঠার পর গেল বছরের ৯ ডিসেম্বর পার্লামেন্টে তার অভিশংসনের প্রশ্নে ভোট হয়। সেখানে অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩৪ এবং বিপক্ষে পড়েছে ৫৬ ভোট।
আদালতের আজকের রায়ের ফলে সংসদের সিদ্ধান্তই বহাল থাকলো।
পার্ক বরখাস্ত হওয়ার ফলে এখন চলতি বছরের মে মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে দক্ষিণ কোরিয়াতে।
শুক্রবার তাকে বরখাস্ত করে দেয়া আদালতের আদেশের ফলে তার বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থাও নেয়া যাবে।
ডিসেম্বরে অভিশংসনের পর থেকে তার দায়িত্ব পালন করে আসছেন দেশটির প্রধানমন্ত্রী।
পার্কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার ক্ষমতা ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চই সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন। তবে তারা বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
































মন্তব্য চালু নেই