দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে লিয়াকত আলী (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে জোহানেসবার্গে এ ঘটনা ঘটে। লিয়াকত আলী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মো. ইউনুছ আলীর ছেলে।
লিয়াকতের চাচা মো. সোলায়মান জানান, দীর্ঘদিন লিয়াকত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কসমেটিকের ব্যবসা করে আসছিলেন। শনিবার দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার খবর শোনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য চালু নেই