দক্ষিণে সাঈদ ও উত্তরে আনিসুল এগিয়ে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক।

মঙ্গলবার রাত সাড়ে ১২টা ২০ মিনিটে প্রাপ্ত ৩৫২ কেন্দ্রের ফলাফলে দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ১,৯৯,৬২৩ ভোট। তার নিকটতম প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১,০৭,৩৭৪ ভোট। দক্ষিণে মোট ভোটকেন্দ্র ৮৮৯টি।

অপরদিকে, উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ৪৬৪ কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১,৯১,০০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৩৭,৭২৮ ভোট। উত্তরে মোট ভোটকেন্দ্র এক হাজার ৯৩টি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর এক ঘণ্টা আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনও বর্জনের ঘোষণা দেয় বিএনপি।



মন্তব্য চালু নেই