দক্ষিণে আব্বাস চূড়ান্ত, সালামদের প্রত্যাহার
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দক্ষিণ অংশে মির্জা আব্বাসকেই যোগ্য মনে করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য তাকেই দলের পক্ষ থেকে চূড়ান্ত সমর্থন দেয়া হয়েছে।
এ এলাকা থেকে বিএনপিপন্থি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাক ড. আসাদুজ্জামান রিপন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পিন্টুর মনোনয়ন বাতিল হয়।
আব্দুস সালামের স্ত্রী অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম জানিয়েছেন, গতকাল বুধবার রাতে নেত্রী ৩ জন প্রার্থীকে ডেকে তদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মির্জা আব্বাসের পক্ষে কাজ করার কথা বলেছেন। এরপর আজ (বৃহস্পতিবার) আব্দুস সালামের প্রার্থিতা প্রত্যাহার করা হলো।
জানা গেছে, ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মো. মনিরুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আব্দুস সালামের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আব্দুস সালাম আইনজীবীদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি আত্মগোপনে রয়েছেন।
মন্তব্য চালু নেই