‘তোমাকে খুবই ভালোবাসি বাবা’

‘তিনি আমাকে যা শিখিয়ে গেছেন, যে ভালোবাসা দিয়ে গেছেন তা আমি সবসময় মনে রাখব। আমি তোমাকে খুবই ভালোবাসি বাবা। প্রতিটি জিনিসের জন্যই তোমাকে ধন্যবাদ।’

ফেসবুকে নিজের অনুভূতির কথা এভাবে ব্যক্ত করেছেন দুর্বৃত্তের হামলায় নিহত অভিজিৎ রায়ের কন্যা তৃষা আহমেদ।

তিনি এই খুনের জন্য ‘ইসলামী মৌলবাদীদের’ দায়ী করে লিখেন, ইসলামী মৌলবাদীরা তাকে ছুরির আঘাতে হত্যা করেছে। ওই ঘটনায় আমার মা-ও গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তৃষা এই হত্যাকাণ্ডের পর নিজের মানসিক অবস্থার বিষয়ে জানান, যদি বলি এই ঘটনায় আমি আতঙ্কিত বা মর্মাহত, তাহলে কম বলা হবে।

তিনি পরিস্থিতি ‘যত খারাপ হোক না কেন’ পৃথিবীকে ‘ভালো’ জায়গায় পরিণত করতে ‘যুক্তির লড়াই’ শেষ হয়ে যাবে না বলে মন্তব্য করেন।

তৃষা আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আটলান্টার একটি স্কুলে পড়াশোনা করছেন।

তৃষা নিজের জীবনে অভিজিৎ রায়ের অবদানের কথা স্মরণ করতে গিয়ে জানান, আমার বয়স যখন ছয় বছর, তখন আমার মায়ের সঙ্গে সম্পর্কের শুরু তার। এর পরের ১২ বছরে ক্রমে তিনি আমার বন্ধুতে, আমার নায়কে, আমার আদর্শে, বিশ্বস্ত নির্ভরতায়, আমার নাচের সঙ্গীতে এবং আমার বাবায় পরিণত হন।

নিজের বাবার পরিচয় তুলে ধরতে গিয়ে তিনি ফেসবুক অ্যাকাউন্টে উল্লেখ করেন, আমার বাবা ছিলেন একজন বিশিষ্ট লেখক। বিজ্ঞান এবং নিরীশ্বরবাদ বিষয়ে লেখার জন্য মূলত তিনি পরিচিত ছিলেন।

তৃষা জানান, তিনি আমাকে কখনোই প্রচলিত শান্তশিষ্ট অথবা বিনয়ী হতে বলেননি। তিনি আমাকে শিক্ষিত, উদ্যোগী এবং সাহসী হতে শিখিয়েছেন।

তিনি জানান, তার বাবা এবং মা এবারের বইমেলায় কয়েকটি বই প্রকাশের জন্য গত সপ্তাহে বাংলাদেশ আসেন।

trisha

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক অাহত হন।

অভিজিৎ রায় ‘মুক্তমনা’ নামে একটি ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা ছিলেন। বন্যাও বিভিন্ন ব্লগ সাইটে লেখালেখি করতেন।

আরো পড়ুন :

দুর্বৃত্তদের হামলায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ নিহত

 

অভিজিৎ হত্যার দায় স্বীকার

 

ব্লগার অভিজিৎ হত্যায় মামলা

 

অভিজিৎকে নিয়ে যা বললেন তসলিমা

 

তারা ‘অল্পবয়সী’ কিন্তু ‘প্রশিক্ষিত’



মন্তব্য চালু নেই