তেলআবিবে বাসে হামলা, আহত ৯

তেলআবিবে বুধবা একটি যাত্রীবাসী বাসে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দৃর্বৃত্ত। এতে সবমিলিয়ে ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। পরে ইসরায়েলি পুলিশের গুলিতে ওই হামলাকারী নিজেও আহত হন। তবে তার পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে তেলআবিবের মারিভ ব্রিজ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারী বাস যাত্রী এবং বাসের বাইরের লোকজনের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওই হামলায় নয় জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

হামলার পর ওই দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিটি তার পায়ে গিয়ে লাগে। এ ঘটনায় তিনি আহত হন।

এদিকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড। আরো হামলার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। এছাড়া হামলার পরপরই মারিভ ব্রিজের সবকটি প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।

গত বছর নভেম্বরে তেলআবিবে ‍ছুরি হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে পৃথক এক ছুরি হামলায় নিহত হয়েছিলেন এক ইহুদি নারী।



মন্তব্য চালু নেই