তেজগাঁওয়ে যুবককে গলা কেটে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে সাইফুল ইসলাম বাদশা (২৬) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

কল্লোল গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ আয়রন এ্যান্ড ওয়্যার হাউজের গোডাউনের সিড়ি থেকে রবিবার সকাল ১০টার দিকে বাদশার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানের পিকআপ গাড়ির চালক ছিলেন।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রবিবার সকালে মো. নাজমুল হক নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়। আটক নাজমুল হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরির্দশক (এসআই) শাহিদা আক্তার  বলেন, সকাল ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ কল্লোলওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাদশাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পুলিশ ওই কারখানার কর্মী মো. নাজমুল হককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর নাজমুল খুনের কথা স্বীকার করে। ব্যক্তিগত দ্বন্দের জের ধরে সে বাদশাকে খুন করেছে বলে পুলিশকে জানায়।

নিহত সাইফুল ইসলাম বাদশা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বস্তুল গ্রামের বিল্লাল বেপারীর ছেলে।



মন্তব্য চালু নেই