‘সন্তানহারা বাবা বলছি, বিচারের জন্য সরকারের উপর চাপ রাখুন’

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অজয় রায় বলেছেন, ‘সন্তানহারা বাবা বলছি, অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারের জন্য সরকার ও প্রশাসনের উপর চাপ অব্যাহত রাখুন।’

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার সকালে অভিজিৎ রায়ের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়।

ছেলের কফিনের সামনে দাঁড়িয়ে অজয় রায় সরকার ও প্রশাসনের উদ্দেশে বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার করে প্রশাসনের স্বচ্ছতা প্রমাণ করুন। নইলে আপনাদের উপর জনগণের কোনো আস্থা থাকবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যাপক বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ সরকার ও প্রশাসনকে দুর্বল ভাববে।’

এ সময় জামায়াতসহ সকল সাম্প্রদায়িক দল নিষিদ্ধের জন্য বিশেষভাবে আহ্বান জানান তনি।

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, নিরাপত্তা বাড়ানোর জন্য। কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে, হুমায়ুন আজাদের ওপর হামলার মতো ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। কিন্তু এই কী নিরাপত্তা?’

গ্রন্থমেলা থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টিএসসির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে লেখক দম্পতি অভিজিৎ রায় ও রাফিদা আহমেদ বন্যাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন আছেন।



মন্তব্য চালু নেই