তুষারধসে ৫ ফরাসি সেনা নিহত

আল্পস পর্বতমালায় এক প্রশিক্ষণে অংশ নেয়ার সময় তুষারধসে ৫ ফরাসি সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।
বিবিসি বলছে, সোমবার আল্পস পর্বতমালার ইতালির সীমান্ত সংলগ্ন পেতিত আর্জেন্টিয়ার এলাকায় ২ হাজার ২০০ মিটার উঁচুতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল ৫০ সেনা। তখনই তুষারধসের ঘটনাটি ঘটে। মহড়ায় অংশগ্রহণকারী ফরাসি সেনারা ফ্রেঞ্চ ফরেন লিজিওন নামে ফরাসি বাহিনীর সদস্য। এই বাহিনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৈনিক নেওয়া হয়।

পাঁচ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এছাড়া নিজের প্রতিরক্ষামন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে গত বুধবার পেতিত আর্জেন্টিয়ার এলাকার কাছাকাছি স্থানে অন্য এক তুষারধসে ইউক্রেনের এক পর্যটকসহ দুই স্কুলছাত্র নিহত হয়েছিল।

ইউরোপে অবস্থিত পর্বতমালাগুলোর অন্যতম আল্পস পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড হয়ে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত। আল্পস পর্বতমালার সবচেয়ে উচ্চতম পর্বত ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত মোঁ ব্লঁ, যার উচ্চতা ৪ হাজার ৮০৮ মিটার।



মন্তব্য চালু নেই