তুরস্কে চার তুর্কি সেনাসহ নিহত ২৪

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকদিন ধরে দেশটির সেনাবাহিনী ও পিকেকে পার্টির মধ্যে সংঘর্ষে চলছে। কয়েক দিন ধরে চলা এই সংঘর্ষের ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চার তুর্কি সেনা ২০ কুর্দি বিদ্রোহী ছিলেন। রোববার এ তথ্য জানিয়েছেন নিরাপত্তা সূত্র।

ইরাকের সীমান্তের কাছে অবস্থিত পাহাড়ী দাগলিকা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ১লা নভেম্বরের আসন্ন নির্বাচনে কোন ধরনের অনৈতিক কাজ করবে না বলে ঘোষণা দেওয়ার পরেও এই সংঘর্ষের ঘটনা ঘটল। ওই সংঘর্ষে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

বিদ্রোহীরা প্রায়ই নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্য করে এ ধরনের হামলা চালিয়ে আসছে। এ পর্যন্ত এ ধরনের হামলায় দেড় শতাধিক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন। অপরদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু অভিযানে বোমা হামলা চালিয়ে এই সংগঠনের প্রায় ১৭শ জঙ্গিকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে পিকেকে গোষ্ঠী অস্ত্র হাতে নেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।



মন্তব্য চালু নেই