করাচিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ জঙ্গি নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে শনিবার সন্দেহভাজন ৮ জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একটি অভিযান চলার সময় পুলিশকে উদ্দেশ্য করে হামলা এবং হত্যার চেষ্টা করায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

করাচির প্রতিবেশি মংঘোপির এলাকায় শনিবার পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়েছিল। সেসময় বাড়িটির ভেতরে থাকা জঙ্গিরা পুলিশের উদ্দেশ্যে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। ওই বন্দুকযুদ্ধে আট জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, হাত বোমা এবং বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রাও আনোয়ার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আনোয়ার জানিয়েছেন, বন্দুকযুদ্ধে কমপক্ষে আট জঙ্গি নিহত হয়েছে এবং দুই পুলিশ আহত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ওই জঙ্গিরা করাচিতে পুলিশ কর্মকর্তাদের হত্যার জন্য বেশ কয়েকবার হামলার পরিকল্পনা করেছিল। নিহত জঙ্গিদের মধ্যে চার জনের পরিচয় সনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই