তিন সিটিতে মোট ভোট পড়েছে ৪৩.৯৭ শতাংশ

সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৩.৯৭ শতাংশ ভোট পড়েছে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদু্জ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৮.৫৭ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৭.২৯ শতাংশ এবং চট্ট্রগাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৭.৮৯ শতাংশ ভোট পড়েছে।

তিন সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ৬০,২২,৯৫২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬,৪৮,৭২৮ জন। মোট ভোট পড়েছে ৪৩.৯৭ শতাংশ।

এস এম আসাদুজ্জামান আরো জানান, তিন সিটি করপোরেশন নির্বাচনে ১২১০০৫টি ভোট বাতিল হয়ে গেছে, যা মোট ভোটারের ৪.৫৬ শতাংশ।



মন্তব্য চালু নেই