তিউনিসিয়ায় হামলার দায় স্বীকার আইএসের

তিউনিসিয়ায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়। রাজধানী তিউনিসে মোহামেদ ভি অ্যাভিনিউয়ের এই হামলা চালানো হয়। এ ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসি।

চলতি বছর তিউনিসিয়ায় এটি তৃতীয় বড় ধরনের হামলা। মার্চে রাজধানীর বার্দো জাদুঘরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে ২১ জন নিহত হয়। জুনে ভ’মধ্যসাগর তীরবর্তী একটি হোটেলে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ৩৮ পর্যটক নিহত হয়। এ দুটি হামলার দায়ও আইএস স্বীকার করেছিল।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীর পিঠে ঝোলানো ব্যাগ কিংবা বেল্টে প্রায় ১০ কেজি বিস্ফোরক ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীর ছবি পোস্ট করেছে আইএস। এতে ওই হামলাকারীর নাম বলা হয়েছে, আবু আবদিল্লাহ তৌনসি। সে তিউনিসিয়ার নাগরিক বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘তিউনিসিয়ার স্বৈরশাসকদের জানা উচিৎ তাদের কোনো নিরাপত্তা নেই। আল্লাহর আইন প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা তিউনিসিয়ায় হামলা অব্যাহত রাখা হবে।’



মন্তব্য চালু নেই