তাড়াতাড়ি পালা, ওরা সব জায়গায় পিটাচ্ছে…

‘তাড়াতাড়ি পালা, ছাত্রলীগ সব জায়গায় পিটাচ্ছে। কার্জন হল থেকে শুরু করে সব জায়গায়। তাড়াতাড়ি ভাগ।’ এমন কথা বলেই নিজের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে নিয়ে গেলেন বিএনপি সমর্থিত একজন প্রার্থী।

ঢাবি ও তার আশপাশের এলাকাগুলো ঘুরে দেখা গেছে, বেশিরভাগ কেন্দ্রেই বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো এজেন্ট নেই। অনেক ঘুরে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনে একজনকে পাওয়া গেলো। তার সঙ্গে কথা চলছিল।

কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কি না জিজ্ঞেস করলে ওই পোলিং এজেন্ট নাম প্রাকাশ না করে বলেন, ‘না কোনো চাপ নেই।’ তহলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই তো থাকার কথা…।’

এসময়ই বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী বলেন ‘তাড়াতাড়ি পালা, ছাত্রলীগ সব জায়গায় পিটাচ্ছে। কার্জন হল থেকে শুরু করে সব জায়গায়। তাড়াতাড়ি ভাগ।’

একথা শুনেই কোনো দিকে না তাকিয়ে ওই পোলিং এজেন্ট দৌড় দেন এবং পালিয়ে যান।



মন্তব্য চালু নেই