তাহিরপুর ইউপি নির্বাচনে বিএনপি ও আ,লীগের দলীয় প্রার্থী মনোনীত যারা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে প্রধান দু-দলের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। র্দীঘ এক মাস কেন্দ্রীয় নেতাদের ঢাকায় অবস্থান করে জোরালো লবিংয়ের পর আজ চরম অস্থিরতা ও তৃনমূলের নেতাকর্মীদের উৎবেগ ও উৎকণ্ঠার অবসান হয়েছে। প্রধান দু-দলের র্শীষ নেতৃবৃন্ধের সুক্ষ যাচাই-বাচাইয়ে দু-দলের যাদের কে যোগ্য প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন-

তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি থেকে,তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহাবায়ক বোরহান উদ্দিন,বালিজুরী ইউনিয়নে-উপজেলা শ্রমিক দল সভাপতি ফৌরদোস আলম,বাদাঘাট ইউনিয়নে-বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়নে-সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম,দক্ষিন বড়দল ইউনিয়নে-বিএনপি নেতা আজর আলী,উত্তর শ্রীপুর ইউনিয়নে-বিএনপি নেতা খসরুল অলম,দক্ষিন শ্রীপুর ইউনিয়নে-বিএনপি নেতা আলী আহমদ মোরাদ।

তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে আ,লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হল,উত্তর শ্রীপুর ইউনিয়নে-উপজেলা আ,লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খাঁ,দক্ষিন শ্রীপুর ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান ও যুবদল নেতা বিশ্বজিৎ,উত্তর বড়দল ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান ও আ,লীগ নেতা জামাল উদ্দিন,দক্ষিন বড়দল ইউনিয়নে-আ,লীগ নেতা ইউনুছ আলী,বালিজুড়ী ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান ও আ,লীগ নেতা আতাউর রহমান,বাদাঘাট ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান ও আ,লীগ নেতা নিজাম উদ্দিন,তাহিরপুর উপজেলা সদরে-সাবেক চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোতাহার হোসেন আখঞ্জি সামিম।



মন্তব্য চালু নেই