তাজমহলের ঝাড়বাতি ছিঁড়ে পড়ার রহস্য উদঘাটনে তদন্ত

ভারতের আগ্রায় তাজমহলের প্রবেশপথে থাকা একটি ঝাড়বাতি ছিঁড়ে পড়ার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে ভারত।

তাজমহলের প্রধান ফটক অর্থাৎ যেটা দিয়ে প্রবেশ প্রথমবারের মতো তাজমহল দেখা যায় সেই দরজায় ঝুলানো ছিল ষাট কেজি ওজনের ঝাড়বাতিটি। ছিঁড়ে পড়ার পর উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে, তারা ছত্রভঙ্গ হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার যখন দু মিটার উঁচু থেকে ঝাড়বাতিটি ছিঁড়ে পড়ে তখন এটি পরিষ্কার করছিল এক পরিচ্ছন্নতা কর্মী।

ভারতীয় পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, পুরনো হয়ে যাবার দরুন ঝাড়বাতিটি ছিঁড়ে গিয়ে থাকতে পারে। তবে ট্যুর গাইডদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।

সাবেক ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে এই ঝাড়বাতিটি উপহার স্বরূপ দিয়েছিলেন। ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে ওই সময়ে তাজমহল সংস্কারের নির্দেশ দিয়েছিলেন লর্ড কার্জন। ‘ঝুমুর’ নামে পরিচিত এই ঝাড়বাতিটি আবার স্থাপন করা যাবে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে বলে উল্লেখ জানিয়েছে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই