তসলিমা নাসরিন চরিত্রহীন : তৃণমূল এমপি

নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে এবার চরিত্রহীন বলে আখ্যায়িত করলেন পশ্চিমবঙ্গের বাসিরহাটের তৃণমূল কংগ্রেসের এমপি ইদ্রিস আলী। তৃণমূল কংগ্রেস এমপির এই মন্তব্যে শোরগোল পড়ে গেছে পশ্চিমবঙ্গে।

সম্প্রতিক ইদ্রিস আলী অভিযোগ করেন ‘তসলিমা একজন নষ্ট চরিত্রের মহিলা’। বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমাকে শুধু নষ্ট চরিত্রের মহিলা বলেই ক্ষান্ত হননি এই কংগ্রেস সদস্য।

তিনি বলেন, তসলিমা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে। যারা তাকে সমর্থন করে তারাও একই পথ অবলম্বন করে সাম্প্রদায়িক কলহ উস্কে দিচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে প্রগতিশীল লেখিকা তসলিমা নাসরিনকে নির্বাসন দেয় বাংলাদেশের তৎকালীন সরকার। সে থেকেই তিনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন।

বিগত প্রায় দুই বছর ধরে তিনি ভারতের কলকাতায় বসবাস করছেন। সাম্প্রতিক সময়ে বয়ফ্রেন্ডকে কেন্দ্র করে তসলিমাকে নিয়ে সমালোচনা হওয়ায় নিভৃত জীবন যাপন করছেন তসলিমা। কিন্তু তারপরেও তাকে নিয়ে পশ্চিমবঙ্গে শোরগোল চলছে।



মন্তব্য চালু নেই