তসলিমার ভিসা খারিজ মোদী সরকারের

তসলিমা নাসরিনের এদেশে থাকার আর্জি খারিজ করে দিল মোদী সরকার। বাংলাদেশের এই বিতর্কিত লেখিকার রেসিডেন্ট ভিসা খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। বদলে তসলিমাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কেন্দ্রীয় সরকারও তাঁর ভিসার আবেদন খারিজ করায় হতাশ ‘লজ্জা’র লেখিকা। ইসলাম বিরোধী লেখার অভিযোগে দেশছাড়া লেখিকা আপাতত ঠাঁই খুঁজে পেতে নাকাল। বৃহস্পতিবার তসলিমা ট্যুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর ট্যুইট, ‘ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলাম। কিন্তু কেন্দ্র নীরব। এরকম আগে কখনও হয়নি।‘

সূত্রের খবর, জুলাই মাসে রেসিডেন্ট ভিসার আবেদন করেছিলেন তসলিমা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় যোগ দিতে যাচ্ছেন তসলিমা। কিন্তু ভিসার আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁর দেশে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০০৭ সালে কলকাতা ছাড়েন এই লেখিকা।



মন্তব্য চালু নেই