ঢাকা দক্ষিণের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী কাওসার আহমেদ আওয়ামী সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জণ করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গণমাধ্যমকে এই কথা জানান।
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে তার এজেন্টদের সরকার সমর্থকরা জোরপূর্বক বের করে আওয়ামীলীগ সমর্থিত এজেন্টরা।
এরপর তিনি মিছিল সহকারে ভোটকেন্দ্র ত্যাগ করেন।
রাজধানীর পুরান ঢাকার মীর হাজারিবাগ আবু হাজী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী হাবিবুর রহমান হাবিবের পক্ষে তার সমর্থকেরা জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন কাওসার। এরপর কাওসার আহমেদ মিছিল সহকারে ভোটকেন্দ্র ত্যাগ করেন, সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মন্তব্য চালু নেই