সিটি নির্বাচন
ঢাকায় থাকলেন ৩৬ মেয়র প্রার্থী
সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার ৭ জন মেয়রপদপ্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় এ দৌড়ে এখন টিকে থাকলেন ৩৬ প্রার্থী। আগামী ২৮ এপ্রিল ভোটযুদ্ধে নামবেন এ ৩৬ জন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদেও বেশ কজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহষ্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটের আগে এখন বাকি থাকলো শুধু প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা। তবে এরইমধ্যে প্রতীকহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন- বিএনপি নেতা আব্দুস সালাম, আবুল বাশার, ববি হাজ্জাজ, সারাহ বেগম কবরী ও মোস্তফা কামাল আজাদী, রিয়াজ উদ্দিন আহমেদ ও ইমতিয়াজ আলম।
গত ২৫ মার্চ মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব ফারুক উল ইসলাম সেলিম ও মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম। ২৯ মার্চ বিকেল সোয়া ৩টায় আব্দুস সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র জমা দেন। গত ১ এপ্রিল সালামের মনোয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে বৃহস্পতিবার নিজের মনোয়ন প্রত্যাহার করে নেন সালাম।
সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টার পদ হারান আলোচিত ব্যবসায়ী মূসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ। নির্বাচনে অংশগ্রহণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। সংবাদ সম্মেলনে ববি অভিযোগ করেছেন, নির্বাচনের পরিবেশ না থাকায় সরে দাঁড়াচ্ছেন তিনি।
ঢাকা উত্তরে সাঈদ খোকন আওয়ামী লীগের সমর্থন পেলেও পরিচিতজনদের মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন সারাহ বেগম কবরী। বৃহস্পতিবার তিনিও মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম- তিন সিটিতেই এখন আওয়ামী লীগ সমর্থিক একক প্রার্থী নিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী কবরীকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলেছিলেন বলেও গণমাধ্যমে খবর ছিল।
কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে কতজন মনোনয়ন প্রত্যাহার করেছেন- জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ বলেন, ‘অনেকেই প্রত্যাহার করেছেন। তাদের সংখ্যা গণনা শেষে জানানো যাবে।’
ঢাকা দক্ষিণে যারা থাকলেন
ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে এখন টিকে থাকলেন ২০ জন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন, বিএনপি সমর্থিত মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, এ এস এম আকরাম, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন, এস. এম আসাদুজ্জামান রিপন, দিলীপ ভদ্র, বজলুর রশীদ, মশিউর রহমান, মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. আবদুর রহমান, মো. আব্দুল খালেক, মো. গোলাম মাওলা রনি, মো. জাহিদুর রহমান, মো. বাহারানে সুলতান বাহার, মো. রেজাউল করিম চৌধুরী, মো. শহীদুল ইসলাম, মো. শফি উল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, শাহীন খান।
ঢাকা উত্তরে যারা থাকলেন
ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে এখন টিকে থাকলেন ১৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়কারী জোনায়েদ সাকি, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, শেখ শহীদুজ্জামান, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সামছুল আলম চৌধুরী, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঁইয়া, জাসদ নেতা অভিনেতা নাদের চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফজলে বারি মাসুদ।
মন্তব্য চালু নেই