ঢাকার দুই সিটিতে ১৭৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে শনিবার পর্যন্ত ১৭৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তারা শনিবার সন্ধ্যায়এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য রয়েছে। ওই দিন বিকেল ৫টার মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীর অবর্তমানে তার পক্ষে সমর্থক বা প্রস্তাবক মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ  বলেন, ‘এ পর্যন্ত ৩০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১২৮ জনের মধ্যে ৭৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২০৮ জনের মধ্যে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘২৮ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন, ৮২৩ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬১ জনের মধ্যে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।



মন্তব্য চালু নেই