ডেনিশ যুদ্ধজাহাজে হামলার হুমকি রাশিয়ার

ডেনমার্কের যুদ্ধজাহাজে পারমানবিক ক্ষেপনাস্ত্র হামলার হুমকি দিয়েছে রাশিয়া। শনিবার ডেনমার্কের দৈনিক যাইল্যান্ডস-পোস্টেনে লেখা এক নিবন্ধে ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল ভানিন এ হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ডেনমার্ক ন্যাটো জোটের ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়’ যোগদান করলে দেশটির যুদ্ধজাহাজ মস্কোর পারমাণবিক মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে ।

ভানিন বলেন, ‘ডেনমার্ক মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যোগদান করলে কি পরিণতি সে সম্পর্কে তারা পুরোপুরি অবগত নয় বলেই মনে হচ্ছে। যদি সত্যিই এমন ঘটে, সেক্ষেত্রে ডেনিশ যুদ্ধজাহাজ রাশিয়ান পারমাণবিক মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

তিনি বলেন, ‘ডেনমার্ক এতে যোগদান করলে আমরা একে অপরকে শত্রু হিসাবে বিবেচনা করব।’

২০০৫ সালে ইউরোপে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করে ন্যাটো। ২০২৫ সাল নাগাদ এটি পুরোপুরি কার্যকর হবে। রাশিয়া একে বরাবরই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় হুমকি হিসেবে দেখছে। বিষয়টি নিয়ে ন্যাটের সঙ্গে রাশিয়ার বেশ তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে। গত বছর ইউক্রেন ইস্যুতে তিক্ত উত্তেজনার কারণে পূর্ব-পশ্চিম সম্পর্কে আরও অবনতি ঘটেছে। ওই বছরই ডেনমার্ক ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত একটি উন্নত রাডার ক্ষমতা সম্পন্ন ফ্রিগেট দিতে রাজী হয়।

এদিকে রাশিয়ার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন লিডেগার্ড।

তিনি বলেন, ‘এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। রাশিয়া খুব ভালোভাবে জানে ন্যাটোর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রতিরক্ষামূলক। আমরা রাশিয়ার সঙ্গে অনেক বিষয়েই একমত নই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মধ্যে যতদূর সম্ভব নরম সুর বজায় রাখতে হবে।’



মন্তব্য চালু নেই