টয়লেট ভেবে মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা!

টয়লেট যাওয়ার দরজা ভেবে বিমানের দরজাই খুলে ফেলার চেষ্টা করলেন স্কটল্যান্ডের এক যাত্রী। এজন্য জেমস গ্রে নামে কেএলএম বিমানের ওই যাত্রীর থেকে ৪৩৪ পাউন্ড জরিমানা নেওয়া হল। ৫ বছরের জন্য ওই বিমান সংস্থা তাঁকে নিষিদ্ধ করেছে।

জানা গিয়েছে, এডিনবার্গ থেকে আমস্টারডামগামী বিমানটি স্কিফোল বিমানবন্দরে অবতরণের পর অ্যালোয়ার বাসিন্দা গ্রে-কে নামিয়ে কাছের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে গোটা রাত কাটাতে হয় তাঁকে। গ্রে বলেছেন, তিনি ইচ্ছা করে বিমানের দরজা খুলে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বিমানকর্মীদের। কিন্তু তা ঠিক নয়। টয়লেটে ঢোকার দরজা ভেবে শুধু বিমানের দরজার হাতলে হাত রেখেছিলেন তিনি।

গ্রে-র অভিযোগ, পরে বাড়ি ফেরার জন্য বিমানে উঠতে গেলে তাঁকে বাধা দেন কেএলএম কর্মীরা। তাঁর বিমানে চড়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানান তাঁকে। শেষ পর্যন্ত এক বন্ধু তাঁকে অন্য সংস্থার বিমান ধরে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।কলকাতা২৪



মন্তব্য চালু নেই