ট্রাম্প কি মানসিকভাবে অসুস্থ? তদন্তের আবেদন করলেন ৩ বিখ্যাত মনোবিদ

বিতর্ক যেন ট্রাম্পের পিছু ছাড়ছেই না। মার্কিন নির্বাচনে জয়লাভের আগে থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়া অভ্যাস রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

আর এবার তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ প্রশ্ন কোনো সাধারণ মানুষ তোলেননি। প্রশ্ন তুলেছেন তিনজন স্বনামধন্য মনোবিদ, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর। তাদের নাম ড. হারম্যান, ড. গার্টেল ও ড. মোশবাচের। তারা ট্রাম্পের মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে আবেদন জানিয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে করা আবেদনে তারা জানিয়েছেন, তারা ট্রাম্পের মানসিক রোগের আশঙ্কা করছেন। এসব মানসিক রোগের মধ্যে রয়েছে- গ্র্যান্ডিওসিটি, ইমপালসিভিটি ও হাইপারসেনসিভিটি। এছাড়া তিনি কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্যও ধরতে পারেন না বলে জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের যে মানসিক সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তা হচ্ছে নারসিসটিক পার্টোনাল ডিসঅর্ডার বা এনপিডি। আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে এ রোগের নয়টি লক্ষণ রয়েছে। এ লক্ষণগুলো হলো-
১. এ ধরনের ব্যক্তিদের নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা থাকে। তারা নিজেদের অর্জন, বুদ্ধিমত্তা ও দক্ষতা ইত্যাদি বাস্তবের চেয়েও বেশি ভালো বলে মনে করে।
২. এরা সাফল্য, শক্তি, বুদ্ধিমত্তা, সৌন্দর্য, ভালোবাসা ইত্যাদি সম্পর্কে আগে থেকেই যে ধারণা করে রয়েছে তা নিয়েই চলে।
৩. নিজেকে অন্যদের থেকে আলাদা ও বিশেষ ব্যক্তি বলে মনে করে। আর অন্য উচ্চ স্ট্যাটাসের মানুষরাই তাকে বুঝতে পারবে বলে মনে করে।
৪. তারা অতিরিক্ত সম্মান চায়।
৫. নিজের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন হয় তারা।
৬. ব্যক্তিগতভাবে তারা অন্যদের কাছে শোষণমূলক হয়ে থাকে।
৭. অন্যদের প্রতি সহানুভূতির অভাব থাকে।
৮. এরা প্রায়ই পরশ্রীকাতর হয় এবং অন্যরা তার প্রতি অনুরূপ মনোভাব পোষণ করছে বলে মনে করে।
৯. এরা অহংকারী ও উদ্ধত আচরণের অধিকারী হয়।



মন্তব্য চালু নেই