ট্রাম্পের শপথ, ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা

আর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট।

গ্রিনিচ মান সময় বিকেল ৫টায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা। এরপর পেনসিলভানিয়া অ্যাভিনিউ ধরে এক শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। সেখানে প্রায় ৯ লাখ সমর্থক যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরলিংটন জাতীয় সমাধিতে ফুল দেবেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে। বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন।

নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।

তথ্যসূত্র : বিবিসি, সিএনএন



মন্তব্য চালু নেই