ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকো সিটিতে হাজারো মানুষের বিক্ষোভ
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেক্সিকো বিরোধী বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সাদা পোশাক, মেক্সিকান পতাকা এবং ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড নিয়ে তারা এ বিক্ষোভে অংশ নেন।
যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী মেক্সিকানদের চাকুরিচ্যুত, জোরপূর্বক দেশে ফিরিয়ে দেয়া এবং সীমান্ত প্রাচীর নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে ওই বিক্ষোভ হয়।
ট্রাম্পের এইসব নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা বলেন, আমরা ট্রাম্পকে জানাতে চাই তার সিদ্ধান্তে বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ । দুর্নীতি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষম না হওয়ায় তারা মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোরও সমালোচনা করেন।
ওদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে ফেডারেল আপিল কোর্টের বিচারকদের রায় তাদের এখতিয়ার বহির্ভূত ক্ষমতার ব্যবহার বলে দাবি করেছেন প্রেসিডেন্টের ঊর্ধতন এক উপদেষ্টা। বিচারকরা প্রেসিডেন্টের প্রশ্নাতীত ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। শরনার্থী ও অভিবাসী ঠেকাতে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও নির্বাহী আদেশ জারির সম্ভাবনাও রয়েছে বলে জানান উপদেষ্টা স্টিফেন মিলার।
মন্তব্য চালু নেই