টিউমারের নাম ডোনাল্ড ট্রাম্প!

ব্রিটিশ নাগরিক এলিসে স্ট্যাপেলটন ক্যানসারে আক্রান্ত। এলিসের শরীরে গেঁড়ে বসা মারণ টিউমারটির নাম তিনি দিয়েছেন ‘ডোনাল্ড’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই টিউমারের ওই নামকরণ করেছেন। এ রসিকতাই এখন সোশ্যাল মিডিয়ায় এলিসেকে জনপ্রিয় করে তুলেছে।

হজকিন লিম্ফোমায় আক্রান্ত এলিসের চিকিৎসা চলছে গত সেপ্টেম্বর থেকে। বার বার কেমোথেরাপি হওয়ায় রুগ্ন হয়ে গিয়েছেন তিনি। চুল উঠে গিয়েছে। কিন্তু, এত কষ্টের মধ্যেও রসিকতা উবে যায়নি। হঠাৎ টিউমারের নাম ডোনাল্ড ট্রাম্প কেন?

এলিসে ব্লগে লিখেছেন, আমি টিউমারের নাম দিয়েছি ‘ডোনাল্ড’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। কারণ ওর মতোই সাইজে বড়, কুৎসিত, শরীরে অপ্রয়োজনীয় অংশ। শুধু মানুষের ক্ষতি করে।

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে একটি অনলাইন ওয়েবসাইটে এলিসে স্ট্যাপেলটন লেখেন, আমার এই দুঃসহ জার্নিটাকে ব্লগের মাধ্যমে জানাতে চাই। তবে অনেক মজা করে। অনেকই হয়তো বিশ্বাস করতে পারেন না, এত কষ্টের মধ্যে কী ভাবে মজা করি। এটাই আমার সাহস বাড়ায়।



মন্তব্য চালু নেই